শেষ সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শেষ সন্ত্রাসী নির্মূল হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। অবরোধ-হরতাল-কর্মসূচির নামে যারা গাড়ি পোড়ায়, মানুষের ওপর আক্রমণ পরিচালনা করে, তারা দেশ, জাতি ও সমাজের শত্রু। আমরা এদেরকে নির্মূল করতে বদ্ধপরিকর।
ব্রিগেড ৭১ আয়োজিত ‘ধর্মান্ধ ও স্বাধীনতা বিরোধী দলগুলোর রাজনীতি এবং আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
সম্প্রচারমন্ত্রী বলেন, ‘যারা সন্ত্রাসীদের গ্রেপ্তারের পর মায়াকান্না করে, এতো গ্রেপ্তার কেন হচ্ছে-সেই কথা বলে, তাদের কাছে প্রশ্ন, কোনো রাজনৈতিক দলের কর্মসূচি কি গাড়ি-ঘোড়া পোড়ানো হতে পারে? তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জনগণের দায়িত্ব এবং সরকারি দল হিসেবে আওয়ামী লীগের দায়িত্ব।’
মুক্তিযুদ্ধ গবেষক সাংবাদিক মোস্তফা হোসেইন উপস্থাপিত মূল প্রবন্ধভিত্তিক আলোচনায় অংশ নিয়ে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল নুর দুলাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, মোহাম্মদ মহিউদ্দিন, মহিদুল ইসলাম রাজু, ব্যারিস্টার সৌমিত্র সরদার, মোশাররফ হোসেন, আতাউর রহমান, শহিদুল্লাহ ও শামীম আক্তার চৌধুরী প্রমুখ।