অনলাইন বিজ্ঞাপন নীতিমালার দাবি ওনাবের, সুবিবেচনার আশ্বাস তথ্যমন্ত্রীর
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করে অনলাইন বিজ্ঞাপন নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওনাব)। মন্ত্রী সেই দাবি সুবিবেচনার আশ্বাস দিয়েছেন।
রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে আজ শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওনাব) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের সময় এই দাবি উত্থাপন করে ওনাব।
‘ওনাব’ নেতাদের সঙ্গে আলোচনায় নিবন্ধিত অনলাইনসহ মূলধারার গণমাধ্যমকে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী। তিনি বলেন, “শেখ হাসিনার সরকার মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে, সমালোচনাকে সমাদৃত করার সংস্কৃতি লালন করে। এ কারণেই আমাদের সরকারের সময় গণমাধ্যমের অভূতপূর্ব বিকাশ বা ‘এক্সপোনেন্সিয়াল গ্রোথ’ হয়েছে।”
ওনাব সভাপতি মোল্লাহ এম আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী, সহসভাপতি সৌমিত্র দেব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান ও আশরাফুল কবির আসিফ, নির্বাহী সদস্যদের মধ্যে অধ্যাপক অপু উকিল, নজরুল ইসলাম মিঠু, অয়ন আহমেদ মতবিনিময়ে অংশ নেন। তারা ‘অনলাইন বিজ্ঞাপন নীতিমালা’ প্রণয়নের দাবি উত্থাপন করলে তথ্যমন্ত্রী সেটি সুবিবেচনার আশ্বাস দেন।