সাবেক সেনা সদস্য হত্যা মামলার ৮ আসামি গ্রেপ্তার
গোপালগঞ্জে চাঞ্চল্যকর সাবেক সেনা সদস্য হত্যা মামলার প্রধান আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। তাঁরা ঢাকার খিলগাঁও এলাকায় আত্মগোপনে ছিলেন। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) আসামিদের কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৬-এর সদর দপ্তর (ভাটিয়াপাড়া ক্যাম্প), খুলনা ও র্যাব ৩-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।
আসামিরা হলেন মো. কেরামত মোল্লা (৬০), মো. নুরু মোল্লা ওরফে নুর ইসলাম (৫৫), মো. অলিয়ার মোল্লা (৫০), মো. আবুল হাসান মোল্লা (৩০), মো. সাফি মোল্লা (৪০), মো. চানমিয়া মোল্লা (৩৫), মো. হালিম মিয়া (৫০)ও মো. সোহেল মোল্লা (৪২)। তাঁদের সবার বাড়ি কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে।
গত ৩০ অক্টোবর নিজামকান্দি ইউনিয়নে নিজামকান্দী গ্রামের মরহুম মোখলেছুর রহমান মকু মাস্টার গ্রুপ ও নিজামকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ নওশের আলী হাজি গ্রুপের মধ্যে সংঘর্ষে মাস্টার গ্রুপের সাবেক সেনা সদস্য আনসার চৌধুরী (৫৫) নিহত হন। মোখলেছুর রহমান মকু মাস্টার গ্রুপে বর্তমানে নেতৃত্ব দেন মাহবুব হোসেন বিপ্লব। মকু মাস্টার গ্রুপের লোক সাবেক সেনা সদস্য নিহত হন। ঘটনার পর আসামিরা ঢাকাসহ বিভিন্ন স্থানে পালিয়ে থাকেন। ঘটনার দিন আনসার চৌধুরীর স্ত্রী বাদী হয়ে ৭৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আসামি করে কাশিয়নী থানায় একটি হত্যা মামলা করেন।