সংলাপের প্রস্তাব দিয়ে আওয়ামী লীগকে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক চিঠি
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরাজমান সংকট দূর করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের প্রস্তাব দিয়ে আওয়ামী লীগকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আজ বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কাছে এ চিঠি হস্তান্তর করেন।
পরে পিটার হাস সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই, বাংলাদেশে সব দলের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক। দেশে চলমান সহিংসতার বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত।’
ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের দেওয়া সংলাপের চিঠি নিয়ে পারলে আজই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। দলের সহকর্মীদের সঙ্গে আলোচনা না করে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নিঃশর্ত সংলাপের আলোচনা (প্রস্তাব) বিএনপিকে দেওয়া হয়েছিল, কিন্তু তারা শর্ত জুড়ে দিয়েছিল। যেকোনো সময় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানতে পেরেছি। সুতরাং, সময় পেরিয়ে গেছে। সংলাপ হলে কাউকে বাদ দিয়ে সম্ভব নয়। এই সময়ে সংলাপ সম্ভব কি না, সেটাই বিষয়।’