সাতকানিয়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগের নেতা নিহত
চট্টগ্রামের সাতকানিয়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার (২১ নভেম্বর) দিনগত রাত পৌনে ১০টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মিঠাদীঘি স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মেহাম্মদ শাহাদাত (৩৩)। তিনি ছদাহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তার বাড়ি ছদাহার রোয়াজির পাড়ায়। আহতরা হলেন নিহত শাহাদাতের সহোদর আনোয়ার হোসেন (২৯) ও শাহনেয়াজ (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাহাদাতের চাচা আবু তালেব একজন নৈশপ্রহরী। তিনি সোমবার দিনগত রাতে তারেক নামে এক যুবককে ইয়াবা সেবন করতে বাধা দেন এবং তাকে সতর্ক করেন। এতে ক্ষিপ্ত হয়ে আবু তালেবকে ঘুষি দেন তারেক। পরদিন মঙ্গলবার এ ঘটনার প্রতিবাদ করতে যান নৈশপ্রহরী আবু তালেবের আপন ভাতিজা আনোয়ার, শাহাদাৎ ও শাহনেওয়াজ। তাদের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে আনোয়ার, শাহাদাৎ ও শাহনেওয়াজকে ছুরিকাঘাত করেন তারেক। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
এ বিষয়ে সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউল হক চৌধুরী বলেন, ‘এ ঘটনায় তারেককে আটক করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’