‘কিংস পার্টি’তে যোগ দিতে নেতাদের চাপ দেওয়া হচ্ছে : রিজভী
‘এক তরফা নির্বাচন করতে সরকার কিংস-ভুঁইফোড় বিভিন্ন পার্টি গঠন করছে’ অভিযোগ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগের কিংস পার্টিতে যোগ দিতে দেশপ্রেমিক বহু নেতাকে চাপ-প্রলোভন ও ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে। ছলে-বলে কৌশলে টোপ দিয়ে কাউকে কাউকে বাগানো হচ্ছে।’
আজ বুধবার (২২ নভেম্বর) বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এ কথা বলেন।
রিজভী বলেন, ‘কাজী রকিব আর নুরুল হুদার (সাবেক প্রধান নির্বাচন কমিশনার) দেখানো ভাঁওতাবাজির নির্বাচনের পথে হাঁটছেন কাজী হাবিবুল আউয়ালরা। দেশের জনগণ মাফিয়া চক্রের এই ভুয়া তফসিল প্রত্যাখ্যান করায় শেখ হাসিনা এখন মঈন উদ্দিন-ফখরুদ্দিনের মতো তথাকথিত কিংস পার্টি, ভুঁইফোঁড় পার্টি, ড্রিংকস পার্টি, ছিন্নমূল পার্টি তৈরি করে তাদের দিয়েই তামাশার নির্বাচন মঞ্চস্থ করতে মরিয়া হয়ে উঠেছেন।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘শেখ হাসিনা তার এজেন্সিগুলোকে মাঠে নামিয়ে দিয়েছে তথাকথিত কিংস পার্টি গঠনের জন্য। বিভিন্ন দল থেকে নেতাদের আনতে গরুর হাটের মতো দরদাম চলছে। আওয়ামী লীগের কিংস পার্টিতে যোগ দিতে দেশপ্রেমিক বহু নেতাকে চাপ-প্রলোভন ও ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে। ছলে-বলে কৌশলে টোপ দিয়ে কাউকে কাউকে বাগানো হচ্ছে। আবার কেউ কেউ জনগণের ভোটের অধিকার আন্দোলনে না গিয়ে বিরোধী দলের লেবাসে ফ্যাসিবাদের দোসর হয়ে তথাকথিত এসব কিংস পার্টি, ভুঁইফোড়, ছিন্নমূল পার্টির হালুয়া-রুটির ভাগ প্রাপ্তির ভরসায় বঙ্গভবন ও গণভবনে ছোটাছুটি করছে।’
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘দেশের কৃষক-শ্রমিক-স্বল্প আয়ের মানুষ-শ্রমজীবী-কৃষিজীবী-পেশাজীবী-আলেম-উলামাসহ সব শ্রেণি-পেশার মানুষ তথা গার্মেন্টস শ্রমিকসহ দেশের সব নাগরিক বর্তমানে মানবিক মর্যাদা হারিয়ে, রাজনৈতিক অধিকার হারিয়ে, ভোট প্রয়োগের অধিকার হারিয়ে নিজ দেশেই শেখ হাসিনার শৃঙ্খলে বন্দি।’
রিজভী বলেন, ‘একতরফা নির্বাচনের জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। জয় বাংলা বলে স্লোগান দিয়ে আমলা ও পুলিশের মতো দেশের বিচারকরাও দুর্বারগতিতে অন্ধ অবিচারে কাজ করে যাচ্ছে। আমলা-পুলিশ-বিচারকগণ সবাই একত্রিত হয়ে দ্রুত ও দর্পিত পদক্ষেপে কাজ করে যাচ্ছে। সরকারের নির্দেশে বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা ও গায়েবী মামলায় সাজা দেওয়া হচ্ছে।’