শাহবাগে ফাঁকা গুলি ছুড়লেন আ.লীগনেতা, পুলিশ হেফাজতে গেল আগ্নেয়াস্ত্র
রাজধানীর শাহবাগে ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীর মধ্যে চলছিল তর্কাতর্কি। এরই একপর্যায়ে ফাঁকা গুলি ছুড়েছেন আওয়ামী লীগের এক নেতা। যদিও পুলিশ বলছে, আগ্নেয়াস্ত্রটি লাইসেন্স করা, এ ঘটনায় কেউ হয়নি হতাহত, হয়নি মামলাও। ইতোমধ্যে পক্ষ দুটি তাদের মধ্যকার ভুল বোঝাবুঝিও মিমাংসা করে নিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ এনটিভি অনলাইনকে এসব তথ্য জানান।
ওসি নূর মোহাম্মদ জানান, ফাঁকা গুলি ছোড়া ওই আওয়ামী লীগনেতার নাম মোশাররফ হোসেন। আগ্নেয়াস্ত্রটি তার নামে লাইসেন্স করা। ঘটনা পর দুই পক্ষের বক্তব্য শুনে ওই আওয়ামী লীগনেতার অস্ত্রটি হেফাজতে নেওয়া হয়েছে। তবে, কেউ কোনো মামলা করেনি।
হেফাজতে থাকা পিস্তল বিষয়ে এক প্রশ্নে ওসি বলেন, ‘মোশাররফ হোসেনের পিস্তলটি পুলিশ হেফাজতে রয়েছে।’
জানা গেছে, গুলি ছোড়া মোশাররফ শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত সোমবার (২০ নভেম্বর) শাহবাগের একটি রেস্তোরাঁর সামনে গুলি ছোড়ার ঘটনা ঘটে।
জানা যায়, দুপক্ষকে নিয়ে শাহবাগ থানায় ঘটনার মিমাংসায় বসেন ঢাকা দক্ষিণের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান। তার কাছে জানতে চাইলে তিনি এনটিভি অনলাইন বলেন, ‘গোলাগুলির ঘটনা ঘটেছে। পরে থানায় অস্ত্র জমা দিয়েছেন ওই আওয়ামী লীগনেতা। থানাতেই ঘটনার মিটমাট হয়ে গেছে।’