দলছুটদের দিয়ে নতুন দল করা হচ্ছে : রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনপ্রিয় রাজনৈতিক দল কখনও অন্য দলের নেতাকর্মীদের ভাগিয়ে নেয় না। কিন্তু সরকার বিভিন্ন প্রলোভনে ভাগিয়ে নিচ্ছে। দলছুটদের দিয়ে সরকার নতুন দল বানাচ্ছে। এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে আজ শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে তিনি এসব অভিযোগ করেন।
রিজভী বলেন, ভাগিয়ে নেওয়ার কাজ করেন গ্রাম্য মোড়ল, গ্রাম্য টাউট, বাজে লোকেরা। এসব কাজ করে অন্য মানুষের বাড়ি থেকে লোক ভাগিয়ে নেয়। সেই কাজ এখন শেখ হাসিনা করছেন। দলের মধ্যে নানাভাবেই সুবিধাবাদীরা ঢুকে পড়ে, উচ্ছিষ্টভোগীরা ঢুকে পড়ে…সেই লোকগুলোকেই তারা পায়। এরশাদের সময়ে আমরা দেখেছি, এসব লোকগুলোকে নিয়ে এরশাদ দল গঠন করেছে, সরকার গঠন করেছে। শেখ হাসিনাও এখন ওই কায়দায় অনুকরণ করছে অনুসরণ করছে।
বিএনপির এই নেতার অভিযোগ, ‘বিএনপি ও সমমনা দলগুলোর থেকে লোক ভাগানোর জন্য তিনি (শেখ হাসিনা) তার গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন। তারা এই কাজ করছে। একজন একজনকে নানাভাবে প্রলোভন দেখিয়ে, নতুন দলের একেকটা অদ্ভুত অদ্ভুত নাম দিয়ে তাদের নিয়ে যাচ্ছে এবং নমিনেশনে তাদের জেতানো হবে বলে অথবা টাকা পয়সার লোভ দেখিয়ে নিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে জনগনকে দমন করার জন্য যত ধরনের নিষ্ঠুর পদক্ষেপ আছে সেগুলো তিনি গ্রহণ করছেন।’