ভোটের মাঠে আওয়ামী লীগে নতুন মুখ যারা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের ২৯৮টি আসনের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তার মধ্যে ৫৮টি আসনে নতুন মুখ এসেছে।
আজ রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের।
ভোটের মাঠে নতুনদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- ক্রিকেটার সাকিব আল হাসান, সাবেক আমলা ড. মো. সাদিক, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন, যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাঈনুল হোসেন খান নিখিল, রাশেক রহমান, জাকির হোসেন, মোজাফফর আলী, হারুনুর রশীদ মুন্না, বদিউজ্জামান সোহাগ, আব্দুল কাহহার আকন্দ, বিপ্লব হাসান পলাশ প্রমুখ।