আ.লীগের খোকনের বিপক্ষে লড়বেন কাজী ফিরোজ রশীদ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গতকাল রোববার দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর একদিন পরই দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি।
আজ সোমবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টা ৪০ মিনিটের দিকে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা শুরু করেন।
দুই দলের প্রার্থী ঘোষণার পর দেখা যায়, ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন আর জাতীয় পার্টি থেকে পেয়েছেন কাজী ফিরোজ রশীদ।
২০০৮ সালের নির্বাচনে এ আসনের সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের মিজানুর রহমান খান দীপু। এরপর জোটগতভাবে আওয়ামী লীগ এ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিলে এ আসনের দখল নেন জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ। তিনি ২০১৪, ২০১৮ নির্বাচনে এ আসনের সংসদ সদস্য ছিলেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণার কথা বললেও জাতীয় পার্টি ২৮৯ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে।
জাতীয় পার্টির সাংগঠনিক কাঠামোয় কোনো বিভেদ নেই জানিয়ে মুজিবুল হক চুন্নু বলেন, জিএম কাদেরের নেতৃত্বের বাইরে কেউ নেই। জাতীয় পার্টি এখন যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। জাতীয় পার্টি এখন অনেক বেশি ঐক্যবদ্ধ। জাতীয় পার্টিতে দ্বিধা-দ্বন্দ্বের কোনো অবকাশ নেই।