যুবদলনেতা গ্রেপ্তার, থানায় নির্যাতনের অভিযোগ
মোংলায় নাশকতার মামলায় যুবদলনেতা নাজমুল তালুকদার মিঠুনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিনগত রাত ১টায় পৌর শহরের কুমারখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নাজমুলকে থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ তুলেছেন তাঁর পরিবারসহ বিএনপির নেতারা। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন জানান, নাশকতার মামলার আসামি নাজমুলকে সোমবার রাতে কুমারখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনিসহ কয়েকজন কুমারখালী এলাকায় সরকারবিরোধী কার্যক্রম ও বিএনপির মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন তিনি।
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়িক লায়ন ড. শেখ ফরিদুল ইলাম বলেন, পুলিশ নাজমুলকে থানায় নিয়ে নির্যাতন করেছে। মিছিলের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে নির্যাতন চালিয়ে ফ্যাসিজমকে উসকে দিচ্ছে। এমতাবস্থায় সৃষ্ট উদ্ভুত পরিস্থির দায় পুলিশকেই নিতে হবে।
শেখ ফরিদুল ইলাম আরও বলেন, ‘পুলিশ যেখানে রাষ্ট্রীয় বাহিনী হিসেবে সব দলকে সমান দৃষ্টিতে দেখে শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান সৃষ্টি করবে, তা না করে উল্টো একটি দলের হয়ে বিএনপির মতো একটি বড় ও প্রধান দলকে দমন-পীড়ন চালাচ্ছে। আমি পুলিশের এমন আচরণ ও কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার আহ্বান জানাচ্ছি।’