বিএনপির আরও ৯ নেতাকর্মীর কারাদণ্ড
রাজধানীর গুলশান থানার মামলায় বিএনপির ৯ নেতাকর্মীকে পৃথক দুই ধারায় দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার( ৭ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন এ কারাদণ্ড দেন। রায়ে তাদেরকে অর্থদণ্ড, অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডেরও আদেশ দেন। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আমিনুল ইসলাম নামে এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—মেহেদী বাপ্পী, মাইনুল হাসান প্রকাশ মিশু, শরিফুল, জাকির হোসেন, মজিবুর রহমান প্রকাশ মজি, মামুন চৌধুরী, রুবেল হোসেন, আতিকুর রহমান, বিল্লাল হোসেন।
রায়ে বিচারক আসামিদের দণ্ডবিধির ১৪৩ ধারায় ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা দিতে না পারলে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া তাদের একই আইনের ১৪৭ ধারায় দেড় বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচহাজার টাকা জরিমানা করেছেন। সে জরিমানার টাকা না দিতে পারলে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
নথি থেকে জানা গেছে, ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর গুলশানে বিএনপির নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিলের সময় যানবাহন ভাঙচুরের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশের গুলশান থানার এসআই মো. নজরুল ইসলাম।
পরে ২০১৯ সালের ২২ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম।