সারা দেশে আরও সাত যানবাহনে আগুন
রাজধানী ঢাকাসহ সারা দেশে ২৪ ঘণ্টায় মোট সাতটি যানবাহনে আগুন দেওয়ার তথ্য পেয়েছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান শিকদার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত সাতটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে ছয়টি বাস ও একটি পরিত্যক্ত প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যেকটি অগ্নিকাণ্ডে দুটি করে ইউনিট ঘটনাস্থলে গেলেও চারটি ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্যদের কাজ করতে হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, সোমবার বিকেল ৩টা ৩৫ মিনিটে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে কর্মসংস্থান ব্যাংকের একটি স্টাফ বাসে আগুন দেওয়ার তথ্য পাওয়া যায়। সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে আশুলিয়া কবিরপুর বাস স্ট্যান্ডে একটি বাসে আগুন দেওয়ার তথ্য পাওয়া যায়। সোমবার রাত সাড়ে ৮টায় মোহাম্মদপুর বাস স্ট্যাণ্ডে একটি বাসে আগুন দেওয়া হয়। রাত ৮টা ৪০ মিনিটে ফেনীর সালাউদ্দিন রোডে একটি বাসে আগুন দেওয়ার তথ্য পাওয়া যায়। রাত ৯টা ৪৭ মিনিটের দিকে টিকাটুলীর রাজধানী সুপার মার্কেটের সামনে ডেল্টা লাইফ ইন্সুরেন্সের একটি স্টাফ বাসে আগুন দেওয়ার তথ্য পাওয়া যায়। সোমবার দিনগত রাত ১২টা ৩৮ মিনিটে রায়েরবাগ এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। এরপর রাত ২টা ২১ মিনিটের খিলগাঁওয়ের ত্রিমোহনী ব্রিজ এলাকায় রাস্তার পাশে রাখা পরিত্যক্ত একটি প্রাইভেটকারে আগুন দেওয়ার তথ্য পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৮ অক্টোবর থেকে আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত কয়েকটি মোট ২৮৫টি যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগের তথ্য পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ২৭০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে ১৬৮টি বাস, ৪৪টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, আটটি মোটরসাইকেল ও ২৭টি অন্যান্য গাড়ি।