গণভবনে রওশন এরশাদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকার বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গণভবনে গেছেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে তিনি গণভবনে যান। জাপার একটি সূত্র তথ্য নিশ্চিত করেছে।
গণভবনের সামনে রয়েছেন এনটিভির প্রতিনিধি। তিনি জানান, রওশন এরশাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে প্রবেশ করেন।
একটি সূত্র জানিয়েছে, রওশন এরশাদের সঙ্গে তার ছেলে সাদ এরশাদ ও মুখপাত্র কাজী মামুনুর রশীদ আছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন রওশন এরশাদ ও তার অনুসারী নেতারা। দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এমন সিদ্ধান্ত বলে জানা গেছে।