দিল্লি গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ
হাঁটুতে অস্ত্রোপচার করাতে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ দিল্লি গেছেন। আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর আড়াইটায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছে। তিনি আরও জানান, আগামী ১৬ ডিসেম্বর দিল্লির ফোরটিস হাসপাতালে মেজর (অব.) হাফিজের হাঁটুতে অস্ত্রোপচারের তারিখ নির্ধারিত আছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।