মহান বিজয় দিবসে বিএনপির কর্মসূচি
মহান বিজয় দিবস আগামীকাল শনিবার (১৬ ডিসেম্বর)। এই দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি।
দিবসটি উপলক্ষে দলটির পক্ষ থেকে জাতীয় জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। এ ছাড়া বিজয় শোভাযাত্রা করবে দলটি।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিষয়টি জানিয়েছেন। নেতাকর্মীদের বিজয় দিবসের কর্মসূচি সফলের আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীকাল সকাল ৭টার দিকে বিএনপির একটি দল ঢাকা থেকে স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দেবেন। সেখানে পুষ্পার্ঘ্য শেষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। এরপর সেখানে এবং ফাতেহা পাঠ করা হবে।
রিজভী জানান, দুপুর ১টায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামন থেকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির আয়োজনে বিজয় র্যালি শুরু হবে, যা শেষ হয়ে মগবাজার গিয়ে শেষ হবে।