মহান বিজয় দিবসে শহীদ বেদীতে সাকিব আল হাসানের শ্রদ্ধা
মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরা নোমানী ময়দান শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের আওয়fমী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান। আজ শনিবার (১৬ ডিসেম্বর) জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ বেদীতে ফুলের ডালা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী ড. বিরেন শিকদার।
এ সময় মাগুরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মসিউদ্দৌলা রেজা, বিএনপিসহ শতাধিক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্প মাল্য অর্পণ করা হয়।
এর আগে সকাল সাড়ে আটটায় মাগুরা স্টেডিয়ামে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।