পাকিস্তান এখন বলে আমাদের বাংলাদেশ বানিয়ে দাও : তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পাকিস্তান এখন বলে আমাদের বাংলাদেশ বানিয়ে দাও। এটাই শেখ হাসিনার দেশ পরিচালনার সার্থকতা। সব সূচকেই আমরা পাকিস্তান থেকে এগিয়ে আছি। আজ শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ২০২১ সালে জিডিপিতে আমরা ভারতকে পেছনে ফেলেছি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এগুলো কোনো জাদুর কারণে হয়নি। এগুলো হয়েছে জননেত্রী শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বের কারণে। আজকে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ। আমাদের এ উন্নয়ন আরও অনেক দূর যেতে পারতো, যদি দেশে নেতিবাচক ও ধ্বংসাত্মক রাজনীতি না থাকতো।
হাছান মাহমুদ বলেন, ২৮ অক্টোবর সাংবাদিকদের যেভাবে মেরেছে, তার ধিক্কার জানাই। এর বিচার হবেই। বিরোধী রাজনীতি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার জন্য এভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা রাজনৈতিক ধর্ম নয়। এই অপশক্তিকে নির্মূল করতে হবে। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ফয়সালা হবে যে, দেশ এগিয়ে যাবে নাকি পিছিয়ে যাবে।