৪৮ দিন পর বিএনপির নেতাকর্মীর পদচারণায় মুখর নয়াপল্টন
২৮ অক্টোবরের পর বিএনপির নেতাকর্মীদের জমায়েত দেখা যায়নি রাজধানীর নয়াপল্টনে। আজ রোববার (১৬ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেখা গেছে তাদের। যদিও কেন্দ্রীয় জ্যেষ্ঠ নেতাদের অধিকাংশই এখন কারাবন্দি। তবু স্লোগান মুখর ছিল এলাকা। এদিকে, ফকিরাপুল মোড়, নাইটিঙ্গেল মোড়ে সতর্ক অবস্থানে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
দীর্ঘ ৪৮ দিন পর আবার নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। আজ শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের র্যালি উপলক্ষে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে জড়ো হতে থাকেন তারা। দেন সরকার ও প্রশাসনের নানা দিক তুলে ধরে স্লোগান।
বিজয় দিবসের মিছিলে নির্বাচনবিরোধী কোনো কাজ করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে শহীদ পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত রাজারবাগ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনবিরোধী কোনো কর্মকাণ্ড করা যাবে না। যেহেতু বিজয়ের মাস, বিজয়র দিন সেজন্য বিজয়ের আনন্দ প্রকাশ করতে কাউকে আমরা মানা করছি না। নির্বাচনে বাধা, নির্বাচনের বিরুদ্ধে কোনো কথা বলা, প্রচার করা এগুলো থেকে বিরত থাকতে হবে।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা গণমাধ্যমকে জানিয়েছেন, বিজয় দিবসে সবোর্চ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিএনপির নির্দিষ্ট রুটে র্যালি করার কথা। আশা করছি, দলটি সেটা করবে।