গাজীপুরে রেললাইনে নাশকতার মামলায় ওয়ার্ড কাউন্সিলরসহ গ্রেপ্তার ৭
গাজীপুরের শ্রীপুরে বনখড়িয়া এলাকায় রেললাইনে নাশকতার মামলায় গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়াসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম এক ব্রিফিংয়ে জানান, গত ১৩ ডিসেম্বর ভোররাতে শ্রীপুরের বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে নাশকতামূলক তৎপরতা চালায় দুর্বৃত্তরা। এ সময় ভোররাতে ভোলাগঞ্জ এক্সপ্রেস ঘটনাস্থলে পৌঁছালে কাটা রেললাইনে উল্টে যায় ট্রেনটি। এ ঘটনায় ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয় এবং পাশের নিচু জায়গায় উল্টে যায়। এ দুর্ঘটনায় ইঞ্জিন এবং বগির মাঝে বসে থাকা আসলাম নামে একজন লোক মারা যান এবং আহত হন অন্তত ১০ জন।
এ ঘটনায় নাশকতার অভিযোগে কমলাপুর রেলওয়ে থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। এরপর থেকেই ঘটনাস্থলের আশপাশের এলাকায় বিজিবি, র্যাব ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে।
ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়াসহ সাতজনকে গতকাল শনিবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানান পুলিশ কমিশনার।