বিএনপির আরও পাঁচ নেতাকর্মীর কারাদণ্ড
বিএনপির আরও পাঁচ নেতাকর্মীকে আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় দুজনকে খালাস দেওয়া হয়েছে। রাজধানীর মিরপুর থানায় করা নাশকতার মামলায় আজ বুধবার (২০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— আব্দুর রহমান সুমন, মো. সামদানী আলী, রাশেদ ইমাম, সম্রাট ও শামীম পারভেজ। রায়ের সময় দণ্ডপ্রাপ্তরা পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
নথি থেকে জানা যায়, ২০২১ সালের ১৬ মার্চ মিরপুর এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়। পরবর্তীতে সাতজনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা