জনগণ বিএনপির বিরুদ্ধে অসহযোগ শুরু করেছে : ওবায়দুল কাদের
অসহযোগ কর্মসূচির ডাক দেওয়ায় বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যে দল আন্দোলনের আসর থেকে পালিয়ে গেছে, সেই দল অসহযোগ আন্দোলন ডাকে। জনগণ ইতোমধ্যে তাদের বিরুদ্ধে অসহযোগ শুরু করেছে। তার প্রমাণ হচ্ছে হাট-বাজার সব খোলা।’
আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
বর্তমান সরকারকে এখন থেকে আর কোনো সহযোগিতা না করতে প্রশাসন ও দেশবাসীকে আহ্বান জানিয়েছে বিএনপি। গতকাল বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অসহযোগ আন্দোলনের ডাক দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এদিন সরকারকে সব ধরনের কর, খাজনা, পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল প্রদান স্থগিত রাখতে জনগণের প্রতি অনুরোধ জানায় বিএনপি। পাশাপাশি আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় ভোট বর্জনের আহ্বানও জানায় দলটি।