বিএনপির আরও ১৭ জনের কারাদণ্ড
রাজধানীর কলাবাগান থানায় করা নাশকতার মামলায় বিএনপির ১৭ নেতাকর্মীকে দুই ধারায় দুই বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার (২৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—সাইদুর রহমান সাঈদ, মো. সাইফুল, মো. শ্যামল ভূঁইয়া, মো. মিলন শেখ, মো. জামিল ইসলাম, মো. মাহবুবুর রহমান নয়ন, মো. হোসেন আলী, শেখ স্বাধীন মুসলিম, মো. আ. মান্নান ভূঁইয়া, মো. জামাল খান, মো. মোস্তফা শরীফ টিপু, মো. জাহাঙ্গীর হোসেন, মো. আব্দুর রহিম, মো. নাদিম আহম্মেদ পাভেল, মো. মেহেদী হাসান বিল্লাল, মো. ওবায়দুল ইসলাম সৈকত ওরফে সুজন, মো. কামাল হোসেন।
২০১৮ সালের ২০ সেপ্টেম্বর নাশকতার অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় মামলাটি করে পুলিশ। পরে ঢাকার সিএমএম আদালতে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এদিকে, আজ দুই মামলায় ঢাকার পৃথক দুই আদালত ২৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। এনিয়ে একদিনের ৪৬ জনের কারাদণ্ড দেওয়া হয়েছে।