বিএনপির আরও ১৬ নেতাকর্মীর কারাদণ্ড
রাজধানীর রমনা থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির ১৬ নেতাকর্মীকে পৃথক দুই ধারায় দুই বছর তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন এ রায় ঘোষণা করেন।
এ মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন- আমিনুল ইসলাম লিপন, নান্নু মিয়া, মো. মোবাশ্বের ইসলাম নির্জন, মো. রাজিব আল হাসান, মেহেদী হাসান তালুকদার, শেখ আবু তাহের, মিজানুর রহমান রাজ, মো. সাজ্জাদ হোসেন রুবেল, জহির উদ্দিন তুহিন, গিয়াস উদ্দিন মানিক, কামরুজ্জামান জুয়েল, মো. তসলিম আহসান মাসুম, রিফাত বিন জিয়া, মো. আশরাফ হোসেন চৌধুরী অপু, মো. রেজাউল ইসলাম প্রিন্স ও মো. আরাফাত হোসেন।
নথি থেকে ২০১৮ সালের আগস্ট মাসে নাশকতার অভিযোগে রাজধানীর রমনা থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। মামলার পরে পুলিশ তদন্ত শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।