বিএনপি-জামায়াতের শতাধিক নেতাকর্মীর কারাদণ্ড
রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলায় ১০২ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছে ঢাকার সিএমএম আদালত। আজ রোববার (৩১ ডিসেম্বর) ঢাকার সিএমএম আদালতের বিভিন্ন আদালত এই রায় দেন। এরমধ্যে রাজধানীর খিলক্ষেত থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম বিএনপির ১০ নেতাকর্মীকে দুই বছরের কারাদণ্ড দেন এবং কোতোয়ালি থানার মামলায় ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম আর ৯ জনের দুই বছর করে কারাদণ্ড দেন। এ ছাড়া আরও কয়েকটি থানার মামলায় কারাদন্ড দেওয়া হয়েছে আসামিদের।
খিলক্ষেত থানার মামলায় সাজাপ্রাপ্তরা হলেন—ফজলুল হক ফজলু, জহির উদ্দিন বাবু, সালাউদ্দিন দর্জি, মো. শিশির, দেলোয়ার হোসেন, তুহিন, মাহফুজুর রহমান সজিব, আনিস, হাবিব উল্লাহ ও আনোয়ার।
কোতোয়ালি থানার মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন—সাঈদ আহমেদ রানা, সাইদুর রহমান লিটন, মো. সুজন, আলমগীর, রজ্জব আলী পিন্টু, মোল্লা জজ, মামুন, আশরাফুল আমিন ও আনোয়ারুল আজিম।
এ ছাড়া কামরাঙ্গীরচর থানায় মামলায় বিএনপির ১২ জনের দণ্ডবিধির তিনটি ধারায় সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছেন মো. মঈনুল ইসলাম। একসঙ্গে সাজা চলবে বিধায় তাদের দুই বছরের কারাভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—জাবেদ, মোহাম্মদ সায়েম, মোহাম্মদ নাঈম, গাফফার, দেলোয়ার হোসেন, শামীম কবীর হোসেন ওরফে মুলা কবীর, সোহেল আরমান জামাল ওরফে ভূত জামাল, টাকি বাবু, মো. দুলাল ও বক্সার বাবু।
শাহবাগ থানার মামলায় বিএনপির ২৬ জনের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন। এ ছাড়া মতিঝিল থানায় দায়ের করা মামলায় ১৮ জন বিএনপি নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তার এ রায় দেন।
হাজারীবাগ থানার মামলায় ২২ জামায়াত নেতাকর্মীর তিন বছরের কারাদণ্ড ও ২০১৭ সালের শাহজাহানপুর থানার মামলায় বিএনপির পাঁচ নেতাকর্মীর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।