বিএনপির আরও পাঁচ নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও টাঙ্গাইলের কালিহাতির পাঁচ নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বহিষ্কৃত পাঁচ নেতা হলেন—রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন, কাঞ্চন পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দেওয়ান আবুল বাশার, রুপগঞ্জ উপজেলাধীন কায়েতপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেম উদ্দীন মেম্বার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ও কালিহাতি উপজেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক মো. গিয়াস উদ্দিন।