সিলেটে বিএনপির চার নেতাকর্মী আটক
সিলেটে বিএনপির চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (৫ জানুয়ারি) জুমার নামাজের পর নগরী আম্বরখানায় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণকালে তাদের আটক করা হয়।
জুমার নামাজের পর নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে মিছিল বের করেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
মিছিলে নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।
মিছিলটি শুরুর সঙ্গে সঙ্গেই পুলিশি বাধার মুখে পড়েন বিএনপির নেতাকর্মীরা। তখন পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলকারীরা। এ সময় পুলিশ চারজনকে আটক করে।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানান, নির্বাচনকে সামনে রেখে জনগণ যেন সুশৃঙ্খলভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এজন্য কাজ করছে পুলিশ।
আজবাহার আলী শেখ বলেন, আম্বরখানায় কিছু লোক বিশৃঙ্খল পরিবেশ তৈরির চেষ্টা করছিল। পুলিশ তাদের নিবৃত্ত করে। এ সময় চারজনকে আটক করা হয়।
যানবাহন বন্ধ করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে তাদের আটক করা হয়েছে। তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
আটক বিএনপির নেতাকর্মীরা হলেন জেলা বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক জালাল খান, সিলেট মহানগর বিএনপিনেতা আলী হায়দার মজনু, বিএনপিনেতা আকবর ও এক কর্মী।