আমি সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি : প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে আজকের এ জায়গায় এসেছি। আমার পিতাও তাঁর জীবনটা এদেশের মানুষের জন্য উৎসর্গ করে গেছেন। আমি আমার পিতার পদাঙ্ক অনুসরণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।
আজ সোমবার (৮ জানুয়ারি) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা শুরু হয়েছে। এ মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সভার শুরুতে তিনি সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
বিভিন্ন দেশ থেকে নির্বাচন পর্যবেক্ষণে আসা পর্যবেক্ষকদের ধন্যবাদ দিয়ে শেখ হাসিনা বলেন, আমার পরিবারের সদস্যদের হারিয়েছি। ঘাতকরা আমার বাবা, মা ও ভাইদের নির্মমভাবে হত্যা করে। আমি ও আমার ছোট বোন বিদেশে থাকায় প্রাণে বেঁচে যাই। আমি জীবনের ঝুঁকি নিয়ে দেশে গণতন্ত্র উদ্ধার, ভোটের অধিকার ও মানুষের অধিকার নিশ্চিত করতে দেশে ফিরে আসি। জনগণের কথা বলতে গিয়ে আমি অনেকবার গ্রেপ্তার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু দমে যাইনি।
প্রধানমন্ত্রী বলেন, আমি মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছি। আমি আমার দলকে গুছিয়েছি। একইসঙ্গে মানুষের কাছে গিয়েছি।