আ.লীগ ক্ষমতায় এসেছে, কেউ আর অগ্রযাত্রা ঠেকাতে পারবে না : প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, কাজেই কেউ আর আমাদের অগ্রযাত্রা ঠেকাতে পারবে না। তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশের যাতে ভোট না হয়, কেউ কেউ সেই চেষ্টা করেছিল। কিন্তু দেশবাসী সেই ভয়ভীতি, বাধা ও হুমকি উপেক্ষা করে আমাদের ভোট দিয়েছেন। জনগণ এ ভোট গ্রহণ করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এদেশের জনগণই আমার সব।
জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় আজ বুধবার (১০ জানুয়ারি) দেওয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না এলে দেশের উন্নয়ন হতো না। আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, কাজেই কেউ আর আমাদের অগ্রযাত্রা ঠেকাতে পারবে না।
প্রধানমন্ত্রী বলেন, দেশের যাতে ভোট না হয়, কেউ কেউ সেই চেষ্টাও করেছিল। নির্বাচন না হলে তাদের অনেক সুবিধা হতো। কিন্তু, তাদের সেই আশা পূরণ হয়নি। জনগণ আওয়ামী লীগকে আবারও নির্বাচনে ভোট দিয়ে দেশ শাসনের সুযোগ দিয়েছে।
বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, মিলিটারি ডিক্টেটরদের হাতে তৈরি দল দেশের জন্য কিছু করতে পারেনি। মিলিটারি ডিক্টেটরা যখন কারচুপির নির্বাচন করে ক্ষমতায় এসেছিল তখন ওই নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন করেনি। অথচ, আজ আমরা যখন গণতন্ত্রের জন্য লড়াই করি, ভোটের ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করি এবং সুষ্ঠু ভোট করি তখন অনেকে প্রশ্ন করেন। আমাদের আমলের এ নির্বাচন নিয়ে এত প্রশ্ন কেনো? আমি তাদের কাছে এটা জানতে চাই।
দেশবাসীকে অভিনন্দন জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ভয়ভীতি, বাধা ও হুমকি উপেক্ষা করে দেশবাসী আমাদের ভোট দিয়েছেন। জনগণ এ ভোট গ্রহণ করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এ দেশের জনগণই আমার সব।
প্রধানমন্ত্রী বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে আমরা বিজয়ী হয়েছি। আজকে আমাদের শপথ হয়েছে। সংসদ সদস্যরা আমাকে তাদের নেতা বানিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আজকেই আমি সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের অনুমতি চেয়ে চিঠি দেব।