কালো পতাকা মিছিলের অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির চিঠি
ঢাকায় কালো পতাকা মিছিলের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই চিঠি দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, আগামী শনিবার দুপুর ২টায় বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলটি নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ মোড় হয়ে মগবাজার মোড় গিয়ে শেষ হবে। এ সময়ে কালো পতাকা মিছিলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও বলা হয়েছে ওই চিঠিতে।