এই সরকারকে জনগণ ভোট দেয়নি : নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এ সরকারকে সারা দুনিয়া বলছে ডামি সরকার। ডামি সরকার আসল সরকার নয়। এই সরকার টিকতে পারে না।
আজ শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের কাজীর দেউরী নুর আহমদ সড়কে বিএনপির কালো পতাকা মিছিলের আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এই নেতা। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি ও অবৈধ সংসদ বাতিলের এক দফা দাবিতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি যৌথভাবে কেন্দ্র ঘোষিত এই কর্মসূচির আয়োজন করে।
নজরুল ইসলাম, আগে বলা হতো বিনা ভোটের সরকার। কারণ ৩০০ আসনের মধ্যে ১৫৩টি আসনে কোনো প্রার্থী ছিল না। ২০১৮ সালে হলো নিশি রাতের নির্বাচন। কারণ, রাতের বেলা ব্যালট বাক্স ভর্তি করেছে। আর এবার এই সরকারের টেকা উচিত নয়। কারণ, এই সরকারকে জনগণ ভোট দেয়নি।
এর আগে নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে, হাতে কালো পতাকা নিয়ে চট্টগ্রামের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় মিছিল। পরে তা তিন পুলের মাথায় গিয়ে শেষ হয়।