জেডআরএফের বিজ্ঞান মেলা, খ-গ্রুপের বিজয়ীরা পেল পুরস্কার
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ শীর্ষক ভার্চুয়াল বিজ্ঞান মেলার ‘খ’ গ্রুপের বিজয়ীদের মাঝে পুরস্কার (ল্যাপটপ) ও সনদ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে এই পুরস্কার বিতরণ করা হয়।
শিশু-কিশোর ও নতুন প্রজন্মের মাঝে বৈজ্ঞানিক উদ্ভাবন ও সর্বোতভাবে বিজ্ঞান চর্চার অনুপ্রেরণাকে লক্ষ্য করে গত ৪ বছর ধরে ভার্চুয়াল বিজ্ঞান মেলার আয়োজন করা হচ্ছে। ‘খ’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে কাইসান আহইয়ান রেজা, দ্বিতীয় মেহরাব হাসান মিরাজ, তৃতীয় মুহাইমিনুল ইসলাম খান, চতুর্থ আলিফ আজফার, পঞ্চম সাদ বিন দেলোয়ার ও পপুলার চয়েজে তাসফিয়া তাসনিম ইসলাম। পুরস্কার হিসেবে তাদের ল্যাপটপ ও একটি সনদ উপহার দেওয়া হয়।
কাইসান আহইয়ান রেজাকে উপহার ও সম্মাননা সার্টিফিকেট তুলে দেন বিজ্ঞান মেলার অন্যতম বিচারক অধ্যাপক ডা. রফিকুস সালেহিন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেডআরএফের প্রতিষ্ঠাতা সদস্য ও বিজ্ঞান মেলা উপকমিটির সদস্য ডা. সৈয়দা তাজনিন ওয়ারিস সিমকি, ভার্চুয়াল বিজ্ঞান মেলা উপকমিটির সদস্য সচিব ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ ও সঞ্চালক কানেতা ইয়া লাম-লাম।