বৈদ্যুতিক ট্রান্সফরমার চোরচক্রের পাঁচজন গ্রেপ্তার
অবশেষে ধরা পড়ল বৈদ্যুতিক ট্রান্সফরমার চোরচক্রের পাঁচজন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুটি চোরাই ট্রান্সফরমার ও ট্রান্সফরমারের ভেতরের তার উদ্ধার করা হয়।
আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার বন্যাকান্দি গ্রামের মো. নুরুল ইসলাম (২৮), রামকান্তপুর গ্রামের মো. আসাদুজ্জামান আসাদ (২৬), ঘোষগাতি গ্রামের শ্ৰী উজ্জল দত্ত (৪৪), নয়নগাতী গ্রামের মো. রাজিব হোসেন (২৭) ও একই গ্রামের মো. ইউনুছ আলী (৪৫)। এদের মধ্যে রাজিব হোসেন ও ইউনুস আলী বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, চক্রটি উপজেলার পঞ্চক্রোসী ইউনিয়নের সদর, বেতকান্দি, বন্যাকান্দিসহ বিভিন্ন ফসলের মাঠ থেকে কৃষকের সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি করে আসছিল। এসব চুরির ঘটনায় কৃষকদের করা মামলার ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি জানান, চক্রটির সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।