বিএনপিনেতা আলালের আরও দুই মামলায় জামিন
রাজধানীর পল্টন ও রমনা মডেল থানার পৃথক দুই নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন এই আদেশ দেন।
আসামি মোয়াজ্জেম হোসেন আলালের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ এ তথ্য জানান। তিনি বলেন, ‘এখনও পর্যন্ত মোয়াজ্জেম হোসেন আলালের চার মামলায় জামিন হয়েছে। তবে, ধানমণ্ডি থানার নাশকতার এক মামলায় গত ৩১ ডিসেম্বর তার দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।’ ওই মামলায় জামিন পেলেই তিনি কারামুক্ত হতে পারবেন বলে আশা করেন এই আইনজীবী।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি রমনা থানার পৃথক দুই মামলায় জামিন পান মোয়াজ্জেম হোসেন আলাল। নথি থেকে জানা গেছে, গত ৩১ অক্টোবর রাতে রাজধানীর শাহজাহানপুর এলাকার একটি বাসা থেকে মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।