সৌর পাওয়ার প্লান্ট উদ্বোধন তৌফিক-ই-ইলাহীর
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খুনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম দিনাজপুরের খানসামা উপজেলায় সৌর পাওয়ার প্লান্ট উদ্বোধন করেছেন। আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এই সৌর পাওয়ার প্লান্ট উদ্বোধন করা হয়।
এ সময় ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের পরিচালক দেবাশীষ চক্রবর্তী, খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজ উদ্দীন প্রমুখ।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আয়োজনে সৌর পাওয়ার প্লান্ট উদ্বোধন শেষে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী খানসামা উপজেলা প্রশাসন ও কৃষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।
এ সময় ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, চলতি মৌসুমে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে সৌরো পাওয়ার প্লান্ট চালু করা হলো। যাতে জমিতে সেচ দিতে কৃষকদের বিদ্যুতের কোনো ঘাটতি না হয়। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই সৌর পাওয়ার প্লান্ট চালু করা হলো।