ভৈরবে ছয়জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ
কিশোরগঞ্জের ভৈরবে নিয়মিত অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত, এক ছিনতাইকারী, এক মাদক কারবারিসহ ছয়জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত রামদা, কুড়ালসহ দেশীয় অস্ত্র, নগদ টাকা এবং ইয়াবা উদ্ধারের কথাও জানানো হয়।
গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে শহরের পঞ্চবটি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে রামদা, চাইনিজ কুড়ালসহ লিটন ওরফে মোহাম্মদ আলী, মো. সোহেল, আবুল কালাম ও মো. জীবন মিয়া নামের চারজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে চিহ্নিত ছিনতাইকারী মো. আরিফ মিয়াকে শহরের জগন্নাথপুর লক্ষ্মীপুর এলাকা থেকে নগদ পাঁচ হাজার ১০০ টাকাসহ গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া ১১ মামলার আসামি, চিহ্নিত মাদক কারবারি ক্যাপ্টেন আশিককে ৩০০ পিস ইয়াবাসহ পঞ্চবটী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে পৃথক তিনটি মামলার পর আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।