বেইলি রোডে আগুন : গ্রেপ্তারদের তালিকা চেয়েছে হাইকোর্ট
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুনে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় মামলায় কতজন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে, তার তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আগামী এক মাসের মধ্যে পুলিশের আইজিকে এ তালিকা দাখিল করতে বলা হয়েছে। একইসঙ্গে আগুনে ৪৬ জনের মারা যাওয়ার ঘটনায় দায়ের করা মামলায় শ্রমিকদের গ্রেপ্তার কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
আজ বুধবার (১৩ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাসুদ আর সোবহান।
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনে আগুনে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় গত ১ মার্চ রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা করে। মামলায় অসংখ্য শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।