গাজীপুরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে দগ্ধ ৩৫
গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে নারী ও শিশুসহ অন্তত ৩৫ জন দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে অন্তত ১৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—সোলেমান (৭), সাদিয়া (১৮), সুফিয়া (৯), মিরাজ (১৩), তারেক (১৮), আরিফুল ইসলাম (৪০), মশিউর (২২), মান্নাফ (১৭), সুমন (২৫), ইয়াসিন (২১), শিল্পী (৩০), সাইদুল ইসলাম (৩০) ও গোলাম রাব্বি (১১)।
স্থানীয়রা জানান, জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাকের তেলিরচালা এলাকার একটি বাড়িতে বুধবার সন্ধ্যা ৬টার দিকে রান্নার গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। বাড়ির লোকজন সেটি ছুড়ে রাস্তায় ফেলে দিলে বিস্ফোরণ ঘটে। সেখানে থাকা লোকজন এতে দগ্ধ হয়। তাদের প্রথমে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের ঢাকার হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ৯০ থেকে ১০০ শতাংশ পুড়ে গেছে। শিশুসহ পাঁচজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং চারজনকে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।