চাঁদপুরে জাটকা ধরায় ২৩ জেলে গ্রেপ্তার
মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ২২ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ থানা পুলিশ। এ সময় ও একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। আর আসামিদের কাছ থেকে ৬০ হাজার মিটার জাল, তিনটি ইঞ্জিন চালিত জেলে নৌকা ও তিনটি বাল্কহেড জব্দ করা হয়।
এর মধ্যে আটজনকে বিভিন্ন মেয়াদে সাজা, ছয়জনের বিরুদ্ধে পেনাল কোর্টে মামলা, আটজনের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা ও একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার।
শনিবার (১৫ মার্চ) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। তিনি জানান, গত ২৪ ঘন্টায় নৌ পুলিশ মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা রক্ষায় অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল জাল, নৌকাসহ জেলেদের গ্রেফতার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার অভিযানে নেতৃত্বে দেন। জব্দকৃত আলামত নৌ পুলিশ হেফাজতে রয়েছে।