হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি ব্যবসায়ী কামাল হোসেন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাদ্দামকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাব-১১। আজ শুক্রবার (২৯ মার্চ) ভোররাতে রাজধানীর ধানমণ্ডির ঝিগাতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাদ্দাম রূপগঞ্জের গুটিয়াবো এলাকার হালিম মিয়ার ছেলে।
র্যাব ১১-এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া জানান, গত ২৪ মার্চ নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা রূপগঞ্জের কামাল হোসেন হত্যা মামলার রায়ে ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। রায়ে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। পলাতক ছিলেন শরিফ ও সাদ্দাম। পরে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামি সাদ্দামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
কামাল হত্যা মামলার বরাত দিয়ে র্যাব আরও জানায়, রূপগঞ্জ উপজেলার গুতিয়াব গ্রামের ভিকটিম কামাল হোসেন জমি কেনা-বেচার ব্যবসা করতেন। সেই সুবাদে জমি বিক্রি শর্তে কামাল তার নিজ এলাকার মাহবুব রহমানের কাছ থেকে ৬০ হাজার টাকা বায়না গ্রহণ করেছিলেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে মাহবুব জমির টাকা দিতে না পারায় কামাল হোসেন বায়নার টাকা ফেরত দিবেন বলে আশ্বস্ত করেন। এ নিয়ে তাদের মধ্যে চরম বিরোধ ও প্রায় সময় কথা-কাটাকাটি চলছিল। সেই সূত্র ধরে ২০১৪ সালের ২৪ জুন আসামি সাদ্দামসহ পাঁচ সহযোগী মিলে কামাল হোসেনকে রাস্তার মধ্যে এলোপাতাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে কামাল জীবন বাঁচাতে দৌঁড়ে তার বাড়িতে উঠলে সেখানেও আসামি ও তার সহযোগীরা ঘরের দরজা বন্ধ করে তাকে মারধর করে কুপিয়ে হত্যা করেন। এই ঘটনায় নিহত কামালের মা ছমিরন বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। আদালত সেই মামলায় সাতজনের সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে বিচার কার্যক্রম শেষে রায় ঘোষণা করেন।