গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত
গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের মুকসুদপুর উপজেলার গয়লাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মুকসুদপুর উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের ওমর আলী শেখের ছেলে হাফিজুল শেখ (১৮) এবং একই গ্রামের মোফাজ্জেল মাতুব্বরের ছেলে ফায়েজুল মাতুব্বর (১৭)।
মুকসুদপুর উপজেলা সিনদিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শওকত হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, বুধবার রাতে ওই দুই কিশোর অপর এক বন্ধুর রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল নিয়ে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কে ঘুরতে বের হয়। বিভিন্ন স্থানে ঘুরে পথিমধ্যে রাত ১০টার দিকে মহাসড়কের গয়লাকান্দির সেন্টুর ইটভাটার কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগামী মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের চালক হাফিজুল শেখ ও আরোহী ফায়েজুল মাতুব্বর সড়কে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী মাদারীপুর উপজেলার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, ‘পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে দুজনের মরদেহ গভীর রাতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে, চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আজ (বৃহস্পতিবার) একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’