মন্ত্রীদের কথা মানুষ আর বিশ্বাস করে না : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ক্ষমতায় থাকার রাজনৈতিক ম্যান্ডেট না থাকায় দেশে এক ধরনের নৈরাজ্য দেখা দিয়েছে। সরকারের বিশ্বাসযোগ্যতা এখন তলানীতে। মন্ত্রীদের কথাবার্তা কাটা ঘায়ে নুনের ছিটার মতো।
আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা বর্ধিত সভায় পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ৭ জানুয়ারির ডামি নির্বাচনের পর এবার আর লম্বা সময় সরকারের ক্ষমতায় থাকার অবকাশ নেই। কারণ, ৭ জানুয়ারির ডামি নির্বাচন ক্ষমতায় থাকতে সরকারকে রাজনৈতিক ও নৈতিক বৈধতা দেয়নি। সরকারে থাকার রাজনৈতিক ম্যান্ডেট না থাকায় সরকার দেশ চালাতে পারছে না; কেউই সরকারের কথা শুনছে না। দেশে চলছে এক ধরনের নৈরাজ্য।
সাইফুল হক বলেন, সরকার ও তার মন্ত্রীদের কথা মানুষ আর বিশ্বাস করে না। একারণে সরকারের বিশ্বাসযোগ্যতাও এখন তলানিতে। তিনি বলেন, মন্ত্রীরা যখন বলে মানুষ ভালো আছে, তা মানুষের সঙ্গে উপহাসের সামিল। মন্ত্রীদের কথাবার্তা মানুষের কাটা ঘায়ে নুনের ছিটার মতো।
পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, জেলা কমিটির নেতা রাশিদা বেগম, শহীদুল আলম নান্নু, সাইফুল ইসলাম, আংগুর মিয়া, নাসির হোসেন, আইয়ুব আলী, মোহাম্মদ আলী, স্বাধীন মিয়া, সুরুজ আলী, মুক্তার হোসেন প্রমুখ।