লক্ষ্মীপুরে মেয়রের উদ্যোগে ৬৯০ টাকায় গরুর মাংস বিক্রি
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার উদ্যোগে ৬৯০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। আজ শনিবার (৬ এপ্রিল) প্রথমদিন ১০টি গরু জবাই করা হয়। সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত মেয়রের বাসভবনের সামনেই এ মাংস বিক্রি করা হয়। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ লাইন ধরে মাংস কেনেন। একেক জন তিন কেজি করে মাংস কিনতে পারছেন। রোববারও (৭ এপ্রিল) একই স্থানে একই দরে মাংস বিক্রি হবে।
মাংস কিনতে আসা আনোয়ার হোসেন, আবদুর রাজ্জাক ও মো. ইয়াছিন জানান, লক্ষ্মীপুর বাজারে ৯০০ টাকা দরে গরুর মাংস বিক্রি হয়। যা কেনা তাদের জন্য অসাধ্য। ২১০ টাকা কমে ৬৯০ টাকায় মেয়রের উদ্যোগে গরুর মাংস বিক্রি করছেন। এজন্য গরুর গোশত নিতে এসেছেন তারা। সবশেষ তাদের ঘরে কোরবানি ঈদে গরুর মাংস রান্না হয়েছে। মেয়রের প্রশংসনীয় উদ্যোগের কারণে এ রোজার ঈদে তাদের সন্তানরা গরুর মাংস দিয়ে ভাত খেতে পারবে বলে জানান তারা।
মেয়র মাসুম জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও গ্রীন ক্যাবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী।
মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, বাজারে গরুর মাংসের দাম বেশি। এজন্য নিম্নআয়ের মানুষ মাংস কিনতে পারছে না। শুনেছি মুরগির দামও বেড়েছে। কয়েকদিন পর পবিত্র ঈদুল ফিতর। নিম্নআয়ের মানুষের কথা ভেবে দুদিনব্যাপী সাশ্রয়ীমূল্যে গরুর মাংস বিক্রির উদ্যোগ নিয়েছি। গরু জবাই থেকে সকল প্রক্রিয়া শেষ করতে অনেক সময় লাগে। এরপরও ১০টি গরু জবাই হয়েছে। সকালে ৫-৬ কেজি করে অনেকেই মাংস নিয়েছেন। এখন সীমিত করে দেওয়া হয়েছে। একেকজন ৩ কেজি পর্যন্ত মাংস কিনতে পারবেন।