চট্টগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ট্রাকের সাথে বাসের সংঘর্ষে বাসচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ১২ যাত্রী। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসচলকের নাম মো. নুরুন নবী শিমুল (২৪)। নিহত অপর বাসযাত্রীর পরিচয় মেলেনি।
জানা যায়, কুমিল্লা থেকে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস শীতলপুর অতিক্রম করার সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে বাসটি সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাস থেকে লাফ দিলে নিজের বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বাসের চালক শিমুল। এ ছাড়া ঘটনাস্থলেই আরও এক বাসযাত্রীর মৃত্যু হয়।
আহত বাসযাত্রীদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বার আউলিয়ার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, এ ঘটনায় আরও প্রায় ১০ থেকে ১২ যাত্রী আহত হয়েছেন। তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।