ডেমরায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
রাজধানীর ডেমরার কোনাপাড়ার বামৈর এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চঞ্চল মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের ভগ্নিপতি শাহ আলম গুরুতর আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত পৌনে আটটার দিকে মুমূর্ষু অবস্থায় চঞ্চ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত চঞ্চল নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার রসুলপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে।
নিহতের ভগ্নিপতি শাহ আলম জানান, ‘বৃহস্পতিবার সন্ধ্যার পর মোটরসাইকেল নিয়ে আমি ও আমার শ্যালক চঞ্চল ঘুরতে বেরিয়েছিলাম। এ সময় কোনাপাড়ার বামৈর এলাকায় মহাসড়কে দ্রুতগতির একটি প্রাইভেটকারের সঙ্গে আমাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমরা দুজনই গুরুতর আহত হই। পুলিশের সহায়তায় আমাদের ঢাকা মেডিকেলে আনা হয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান চঞ্চল আর বেঁচে নেই।’
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) রাজিব চন্দ্র সনেট বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে আনা হলে চঞ্চল নামের একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত আরও একজন ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। মরদেহটি ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’