শেরপুরে মালিঝিকান্দা উচ্চবিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসব
শেরপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেছে ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। এ উপলক্ষে আজ শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী কমিটি আহ্বায়ক বিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।
আগামীকাল শনিবার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তির এই অনুষ্ঠান।
লিখিত বক্তব্যে প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক বলেন, ব্রিটিশ শাসনের শেষ পর্যায়ে শেরপুরের বিশিষ্ট ব্যক্তিরা এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের রয়েছে বিশেষ অবদান। এ ছাড়া এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, এ অনুষ্ঠানে ইতোমধ্যে ৫০০ সাবেক শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। অনুষ্ঠানে পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণা, সম্মাননা প্রদানসহ বিভিন্ন আয়োজন থাকবে।
এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খান, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ ডি এম শহিদুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মো. খোরশেদ আলম, সাবেক সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, নৌপরিবহণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. আব্দুস সামাদসহ বিশিষ্ট ব্যক্তিরা।