মুন্সীগঞ্জে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে যুবকের মৃত্যু
মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে পারভেজ খান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৩ এপ্রিল) ভোরে জেলার চরকেওয়ার ইউনিয়নের ছোট মোল্লাকান্দি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়ার পরে হাসপাতালে নেওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আহম্মেদ গ্রুপ ও মামুন গ্রুপের মধ্যে দীর্ঘ দিন বিরোধ চলে আসছিল। তারা দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আজ শনিবার ভোরে আহম্মেদ গ্রুপের লোকজন মামুন গ্রুপের লোকজনের বাড়িঘরে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে পারভেজ খান গুলিবিদ্ধসহ ছয়জন আহত হন। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। পথেই পারভেজ খানের মৃত্যু হয়।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থান্ডার খাইরুল হাসান বলেন, ‘সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হওয়ার কথা শুনেছি। তারা হাসপাতালে চিকিৎসাধীন। আহমদ আলী গ্রুপটি বর্তমানে স্বতন্ত্র এমপির সমর্থক এবং মামুন গ্রুপটি নৌকা প্রতীকের সাবেক এমপির সমর্থক। সংঘর্ষের সময় ১০ থেকে ১৫টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে।’