ছাতকে গরুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে ১৪৪ ধারা জারি
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারের গরুর হাটের ইজারা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ছাতকের উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না জাউয়াবাজরে সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারির আদেশ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে মূল সড়কের পাশে একটি গরুর বাজার রয়েছে। প্রতি বছর এটি উপজেলা প্রশাসন ইজারা দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এ বছরও গরুর হাটের ইজারা দেওয়া হয় এবং ইজারা পান জাউয়াবাজারের জাহাঙ্গীর আলম। ছাতক উপজেলার নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে গরুর হাট বুঝিয়ে দিলে গত বছরের ইজারাদার ফাহিম মিয়ার পক্ষ হাইকোর্টে রিট করেন। ফাহিম মিয়ার পক্ষের লোকজন এ বছরও গরুর হাটের কর্তৃত্ব ছাড়বেন না বলে জানান। অপরদিকে, এ বছর ইজারা পাওয়া জাহাঙ্গীর আলমের পক্ষ গরুর হাট পরিচালনা করতে চান। গত কয়েকদিন ধরে এনিয়ে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার সন্ধ্যার পর দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় উপজেলা প্রশাসন শনিবার ভোর ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত ১৪৪ ধারা জারি করে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘দুই পক্ষের মধ্যে একটি গরুর হাট নিয়ে দ্বন্দ্ব চলছে। শুক্রবার এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৪৪ ধারা জারি করেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।’