বাসের চাকায় পিষ্ট নারীর মৃত্যু
রাজধানীর প্রেস ক্লাবের সামনেদ্রুতগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মেঘনা (২০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী নাঈম জানান, আমি রাস্তায় রাস্তায় বোতল জাতীয় ভাঙারি টোকাই। বিকেলে আমরা প্রেস ক্লাব এলাকায় রাস্তা পার হওয়ার সময় সদরঘাট থেকে আসা একটি বাস আমার স্ত্রীকে চাপা দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো করা হয়েছে।