ঢাকার বাতাসে বিষাক্ত মিথেন, পাওয়া যাচ্ছে ভারী ধাতুর অস্তিত্বও!
আবহাওয়া ও জলবায়ুকে বিপর্যস্ত করতে মানবসৃষ্ট কারণের মধ্যে সবচে বড় ভূমিকা রাখে বায়ূদূষণ। গবেষকরা বলছেন, ব্ল্যাক কার্বন, মিথেনসহ যে বিষাক্ত গ্যাসগুলো আবহাওয়াকে বিপর্যস্ত করে তোলে, ঢাকাসহ দেশের অন্যান্য নগরে সেগুলোর বিস্তার মারাত্মক আকার ধারণ করেছে। দূষণের পরিমাণ এতটাই বেড়েছে, ঢাকার বাতাসে পাওয়া যাচ্ছে ভারী ধাতুর অস্তিত্বও।
জ্বালানির দহন ও শিল্পকারখানার ধোঁয়া প্রচুর পরিমাণে ব্ল্যাক কার্বন, মিথেন, সিএফসিসহ বিষাক্ত গ্যাস নির্গত করে, যা সূর্য থেকে আসা তাপ ধরে রাখে। আবার বাধা দেয় পৃথিবীর শীতল প্রক্রিয়ায়, যার ফলে উষ্ণ হচ্ছে বিশ্ব। বায়ুমান সূচকে পৃথিবীর দূষিত বায়ূর শহরের তালিকায় ওপরের দিকেই অবস্থান ঢাকার।
বিশেষজ্ঞরা বলছেন, গত ৩০ বছরে দূষণের ধরন পাল্টেছে আরও বিষাক্ত হয়ে ছড়িয়েছে অন্য জেলায়ও। বাড়ছে ফ্রিজ এসিসহ ইলেকট্রনিক্স ব্যবহারের ঘোড় দৌড়। এতে প্রতিনিয়তই বায়ুমণ্ডলে জটিল মিথস্ক্রিয়ার মাধ্যমে বায়ুদূষণ ও জলবায়ু পরিবর্তন একে অন্যকে দারুণভাবে প্রভাবিত করছে। তাই বিষাক্ত দূষণ কমিয়ে আনার বিকল্প নেই। আবহাওয়ার রুদ্ররূপ নিয়ে এনটিভির বিশেষ ধারাবাহিকের ১২তম পর্ব দেখুন ভিডিওতে।